বাগেরহাটের সাবেক এসপি কারাগারে
প্রকাশিত : ২১:৩০, ৯ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২১:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/15-2502091530.jpg)
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার (৯ ফেব্রুয়ারি) বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মতিউর রহমানের জামিন শুনানি শেষে এই আদেশ দেন।
ফকিরহাট থানার ওসি এস এম আলমগীর কবীর এই তথ্য জানান। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুর থেকে সাবেক এসপি আবুল হাসনাত খানকে আটক করে ঢাকা গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশের আরও তিন কর্মকর্তাকে আটক করা হয়। পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) ফকিরহাট থানায় দায়েরকৃত একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
জানা যায়, মামলার বাদী রফিকুল ইসলাম মিঠু পুলিশ সুপার আবুল হাসনাতের বিরুদ্ধে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য ও হুকুম দিয়ে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা ও বৈষম্যবিরোধী আন্দোলন দমানোর চেষ্টার অভিযোগ করেছেন।
মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাটের ফকিরহাট থানায় সাবেক তিন সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাসহ ৩৫ জনের উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
গত বছরের ৪ অগাস্ট ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্বর এলাকায় আসামিরা জড়ো হয়ে ছাত্র-জনতার উদ্দেশে গুলি ও বোমা ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আবুল হাসনাত খান বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) ছিলেন। সরকার পতনের কিছুদিন পর তাকে বাগেরহাট থেকে রংপুরে বদলি করা হয়।
এসএস//
আরও পড়ুন